• সোমবার, ০২ অগাস্ট ২০২১, ১১:২০ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
শিরোনাম
পাচার বাণিজ্যে মতানৈক্যের জেরে সীমান্তে অপহৃত নাবালক ৬ চিকিৎসক নিয়ে ধুঁকে ধুঁকে চলছে বরগুনা সরকারি হাসপাতাল সামাজিক দূরত্ব ভুলে রাসিক মেয়র লিটনের খাদ্য সামগ্রী বিতরন সলঙ্গায় ১০কেজি গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী আটক বরুড়ায় ১৫০ অক্সিজেন সিলিন্ডার দিলেন এসকিউ গ্রুপের শফিউদ্দিন শামীম বাবার মৃত্যুর একদিন পর মাকেও হারালেন সহকারী এটর্নি জেনারেল এড. ফারুক সাতক্ষীরা শহরের বাগানবাড়িতে ভূমিহীনদের পুর্নবাসনের দাবিতে উঠান বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী মুরাদনগরে দিনব্যাপী ডিউটি অফিসারের ভূমিকায় এএসপি রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত চার পলাতক আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
মুক্তিকামী জনতার দৈনিক 'মুক্তির লড়াই' পত্রিকার জন্য জরুরী ভিত্তিতে দেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে ব্যুরো চীফ, প্রতি জেলা ও উপজেলার একজন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করুন। যোগাযোগের ঠিকানাঃ কামরুজ্জামান জনি- সম্পাদক, মুক্তির লড়াই। ইমেইলঃ jobmuktirlorai@gmail.com । ধন্যবাদ ।

সরাইলে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

news / ৭৮ বার ভিউ করা হয়েছে
বাংলাদেশ সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

সরাইল প্রতিনিধিঃ ষষ্ঠদিনের মতো চলছে সারাদেশে কঠোর লকডাউন। মহামারী করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মানুষকে ঘরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে সরাইলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল।

সকাল ১০টার দিকে সরাইল উপজেলার প্রবেশ মুখে পাঠান পড়া মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আরিফুল হক মৃদুল দাড়িয়ে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা সরাইলে প্রবেশ করা এবং সরাইল থেকে বের হয়ে যাওয়া লোকজন কে আটকে দিচ্ছিলেন।
এছাড়াও কুট্রাপাড়া মোড়, সরাইল হাসপাতাল মোড় অন্নদা মোড়ে পুলিশের উপস্থিতি রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোন জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ছাড় দেয়নি। মানুষ বিভিন্ন অযুহাত দেখিয়ে বের হয়ে যেতে দেখা যায়। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সেখান থেকে একটু দূরে গিয়ে মানুষ তাদের গন্তব্যে যেতে দেখা যায়। সিএনজি এবং অটোরিকশায় চড়ে মানুষ বের হচ্ছেন।

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসময় কাউকে কোন জরিমানা করতে দেখা যায় নি।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু সরে গেলেই আবার পুরনো রুপে ফিরে যায় মানুষের চলাচল। সড়কে গণপরিবহন না থাকলেও ছোট ছোট যানবাহন ছিলো চোখে পড়ার মতো।

এইবিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আরিফুল হক মৃদুল বলেন, আমরা সরকার নির্দেশিত আইন মানার জন্য কাজ করে যাচ্ছি। মানুষকে মাস্ক-পরতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বের না হতে বলা হচ্ছে।


এই বিভাগের আরো সংবাদ