সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিজিবি মহাপরিচালক।
সোমবার (০২ জানুয়ারি) বিজিবির শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ কালিকচ্ছ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনে গিয়ে বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় সরাইল রিজিয়নের কমান্ডার সহ বিজিবি’র উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।