ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুরে শেষ হয়েছে ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন।
নিয়ামতপুর শ্রীশ্রী শ্যামানন্দ বাবার আশ্রমে ৬৭ তম বার্ষিক ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন শেষ হয়েছে। গত সোমবার আশ্রম প্রাঙ্গণে গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মঙ্গলবারও চলে গীতাপাঠ, বুধবার ভোর থেকে শুরু হয় হরিনাম সংকীর্তন। বিভিন্ন কীর্তনীয়া দল অনুষ্ঠানে নাম সুধা পরিবেশন করেন।
শ্রীশ্রী শ্যামানন্দ বাবার আশ্রমের সভাপতি প্রদীপ ভৌমিক জানায়, ৬৭ বছর ধরে সাধক শ্যামানন্দ বাবার আশ্রমের উদ্যোগে হরিনাম সংকীর্তন আয়োজিত হচ্ছে। এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ওপার বাংলার ভারত থেকেও হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।
বৃহস্পতিবার বিকালে সংকীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের সচিব আওয়ামীলীগ নেতা শাজাহান আলম সাজু।