
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
আজ শুভজন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্ঠের পালন ও ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ‘ভগবান’ রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব দিবস।
দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সকালে বিভিন্ন পাড়া মহল্লা থেকে আনন্দ র্যালী বের করা হয়েছে। র্যালীটি সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী সকল মানুষ অংশ নেয়।
এছাড়া সারাদিন উপজেলার বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে ধর্মীয় আলোচনা ও কীর্তনের আয়োজন করা হয়েছে।