ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার সহ আটক ৩ Logo হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ Logo পাবনা-২ আসনে প্রার্থিতা ফেরত পেতে ডলি সায়ন্তনীর আপিল Logo নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে ফেনী-১ আসনের আ.লীগ প্রার্থীকে তলব Logo সুন্দরগঞ্জে বোরো বীজ ও সার বিতরণ Logo গুলশানের নিধি ট্রেড ইন্টারন্যাশনালকে ৪ লাখ টাকা জরিমানা Logo সিংড়ায় মেয়রের গাড়ি, ২টি অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন আগুনে Logo ২৮ অক্টোবর থেকে সারা দেশে ২৫৩টি স্থানে আগুন দেয় দুর্বৃত্তরা Logo কিউবার প্রধানমন্ত্রী সফর চীন-কিউবার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে

সরাইল আশুগঞ্জ আসনের সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) আসনের সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যু।
শুক্রবার দিবাগত রাতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে(এভার কেয়ার হাসপাতাল) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর, তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, আবদুস সাত্তার ভূঁইয়া ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির সময় (২০০১ থেকে ২০০৬) তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলীয় প্রার্থী হয়ে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মঈন। তিনি পেয়েছিলেন মোট ৭৫ হাজার ৪১৯ ভোট।

গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর গত ১ ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে (কলার ছড়া) প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করেন। ওই নির্বাচনে তিনি জয়ী হন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ চত্বরে। পরে উপজেলা সদরে ও তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পরমানন্দপুর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

সরাইল আশুগঞ্জ আসনের সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যু

আপডেট সময় ০২:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) আসনের সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যু।
শুক্রবার দিবাগত রাতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে(এভার কেয়ার হাসপাতাল) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর, তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, আবদুস সাত্তার ভূঁইয়া ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির সময় (২০০১ থেকে ২০০৬) তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলীয় প্রার্থী হয়ে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মঈন। তিনি পেয়েছিলেন মোট ৭৫ হাজার ৪১৯ ভোট।

গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর গত ১ ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে (কলার ছড়া) প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করেন। ওই নির্বাচনে তিনি জয়ী হন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ চত্বরে। পরে উপজেলা সদরে ও তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পরমানন্দপুর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।