সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
স্বাধীনতার পর প্রথম ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল – আশুগঞ্জ) থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বাধীনতার পরে এখানে আওয়ামীলীগের কোন প্রার্থী বিজয়ী হতে পারেনি। অনেকেই বলছিলেন স্বল্প সময়ের জন্য হলেও এখান থেকে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে এতেই তাঁরা খুশি।
উপনির্বাচনে বাংলাদেশ শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু(নৌকা প্রতীক) তিনি ২৮৯৫৬ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। ওনার প্রাপ্ত ভোট ৬৬৩১৪।
ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহাজোট নেতা ও সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) এড: জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭৭৫৮ ভোট।
সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ চলেছে। সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি অনেক কম দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি দুই একটা করে আসতে থাকে। তবে আশানুরূপ ভোটার উপস্থিতি দেখা যায় নি। সরাইল ও আশুগঞ্জ উপজেলার কয়েকটি কেন্দ্রে জাল ভোট পড়ার অভিযোগ পাওয়া যায়।
দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল থেকে কোথাও কোন বিশৃঙ্খলার খবর তেমন পাওয়া না গেলেও অনেকেই ভোট দিতে পারে নাই। সরাইলে বিভিন্ন কেন্দ্রে হালনাগাদ ভোটার তালিকার সাথে অনেকের নামের মিলে নাই। এই জন্য অনেকেই ভোট না দিয়ে ফিরে যেতে দেখা যায়। সরাইলে সকাল ১০টার দিকে ভোট দিতে আসেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এড: জিয়াউল হক মৃধা। তিনি কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ভোটার তালিকার সাথে অনেকের নামের গরমিল রয়েছে। যার কারণে ভোট দিতে ভোটারদের বিলম্ব হচ্ছে। ভোট না দিতে পেরে তাদের চলে যেতে দেখা যায়। হালনাগাদে ভোটার তালিকাটা আমার কাছে গরমিল মনে হচ্ছে। আমি নির্বাচন কর্মকর্তার কাছে বিষয়টি জানিয়েছি।
ব্রাক্ষণবাড়িয়া – ২ আসনে মোট ভোটার সংখ্যা ৪১০১১২, এর মধ্যে সরাইলে ২৬৬৫৯৭। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪২ হাজার ৩শ ৩৬ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২৪হাজার ২শ ৬০ জন। আশুগঞ্জ উপজেলায় ১৪৩৫০৫ জন ভোটার। আশুগঞ্জে মোট পুরুষ ৭৫ হাজার ৮৭ জন ও মহিলা ভোটার ৬৮ হাজার ৪ শ ১৮ জন। দুই উপজেলায় ১৭ টি ইউনিয়ন, সরাইল ৯ টি আশুগঞ্জ ৮। সরাইল আশুগঞ্জ দুই উপজেলায় ১৩২ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে সরাইল ৮৪ টি কেন্দ্র আশুগঞ্জে ৪৮ টি।
উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক স্বতন্ত্র সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়া গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।