
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আগামী ৮ ই মে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড: নুরুজ্জামান লস্কর তপু।
রোববার (২১এপ্রিল) সরাইল প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এসময় উপস্থিত সংবাদ কর্মীদের সামনে লিখিত বক্তব্য পড়ে শুনান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড: নুরুজ্জামান লস্কর তপু।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব নুর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল হোসেন, সদস্য সচিব মীর ওয়ালীদ, উপজেলা জাসাস আহবায়ক রিপন ঠাকুর, সদস্য সচিব সৈয়দ জাকির, সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল মিয়া, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম, সম্পাদক এনামুল হক,শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গত ১৫ এপ্রিল মনোনয়ন পত্র জমা দিয়েছিলাম। ১৬ এপ্রিল বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা নির্বাচন বর্জন করে সড়ে দাঁড়ালাম। আমি নির্বাচনে শতভাগ বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল। আমি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ও জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের পরামর্শে মনোনয়ন প্রত্যাহার করলাম। দলের বৃত্তর স্বার্থে আমি সিদ্ধান্ত নেই নির্বাচন না করার।