ব্রাহ্মণবাড়িয়া সরাইল মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও পাঠদানের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরাইল মহিলা কলেজ মিলনায়তনে পাঠদান উদ্বোধন অনুষ্ঠান ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে উপনির্বাচন থাকায় পাঠদান উদ্বোধন অনুষ্ঠান বিলম্ব হয়।
এসময় মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজ আলীর সভাপতিত্বে ও প্রভাষক মাহবুব খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দরা।