মো.শাহাদত হোসেন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় নাশকতা মামলায়
আলাউদ্দিন সরকার নামে এক জনকে
আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে হাটিকুমরুল গোলচত্তর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলাউদ্দিন (৫০) সলঙ্গা থানার রাধানাগর গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।
রবিবার ১২ নভেম্বর সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সলঙ্গার হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকে নাশকতা মামলার আসামী আলাউদ্দিনকে আটক করা হয়েছে।
আটককৃত আলাউদ্দিনকে রবিবার সকালে আদালতের পাঠানো হয়েছে। তিনি আরোও বলেন, হরতাল-অবরোধ চলাকালীন সলঙ্গা থানার বিভিন্ন স্থান থেকে জামায়াত-বিএনপি’র মোট ১৮ জনকে আটক করা হয়।