
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া পৌরসভার উদ্যোগে সাধারন জনগন কে ডেঙ্গু বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়েছে।
সোমবার (চৌদ্দ আগষ্ট) দুপুরে পৌরসভার মধ্যে বিভিন্ন দোকানে, বাসায়, রাস্তায় এবং বিভিন্ন ওয়ার্ডে এ লিফলেট বিলি করা হয়।
লিফলেট বিতরণ কাজে অংশ গ্রহণ করেন সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ বিষয়ে পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত মারাত্মক রোগ। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। বর্তমানে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে। ডেঙ্গু বাহিত মশা যাতে বংশবৃদ্ধি না ঘটাতে পারে এবং কি ভাবে প্রতিরোধ করা যায় এ বিষয়ে জনগণ কে সচেতন করার উদ্দেশ্যে আমাদের এ সচেতনতা মূলক লিফলেট বিতরন।