ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত Logo আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Logo বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব Logo একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে.. জামায়াত Logo গণভোটে যে চার প্রশ্ন থাকবে Logo জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট… প্রধান উপদেষ্টা Logo জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করন Logo ঈশ্বরগঞ্জে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ চিনির ট্রাকের আগুন (ভিডিও) Logo জাজিরায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্ককে নুসা’র পুরস্কার প্রদান

সাংবাদিকদের উপর হামলা,পঞ্চগড় জেলা বিএমইউজের নিন্দা

গুলশানে সাংবাদিকদের উপর হামলায় সাংবাদিক সমাজের তীব্র ক্ষোভ: দোষীদের দ্রুত বিচারের দাবি।

রাজধানীর গুলশানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, পঞ্চগড় জেলা শাখা। এই হামলা সহ সকল হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি শাহিন আলম আশিক।

এক বিবৃতিতে শাহিন আলম আশিক বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা সমাজের সত্য ও সঠিক তথ্য তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের ওপর এই হামলা কেবল ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর একের পর এক, নির্লজ্জ আক্রমণ।” তিনি আরও যোগ করেন, “এই ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয় এবং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, পঞ্চগড় জেলা শাখা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে যে, অনতিবিলম্বে সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের মুখোমুখি দাঁড় করানো হোক। বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সাংবাদিক সমাজ দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে।

এই ঘটনা সারাদেশে কর্মরত সাংবাদিকদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। সাংবাদিক নেতারা বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা রাষ্ট্রের জন্য লজ্জাজনক এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, গণমাধ্যম কর্মীরা নির্ভয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে সক্ষম হলেই একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ সম্ভব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

SBN

SBN

সাংবাদিকদের উপর হামলা,পঞ্চগড় জেলা বিএমইউজের নিন্দা

আপডেট সময় ০৮:০০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

গুলশানে সাংবাদিকদের উপর হামলায় সাংবাদিক সমাজের তীব্র ক্ষোভ: দোষীদের দ্রুত বিচারের দাবি।

রাজধানীর গুলশানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, পঞ্চগড় জেলা শাখা। এই হামলা সহ সকল হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি শাহিন আলম আশিক।

এক বিবৃতিতে শাহিন আলম আশিক বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা সমাজের সত্য ও সঠিক তথ্য তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের ওপর এই হামলা কেবল ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর একের পর এক, নির্লজ্জ আক্রমণ।” তিনি আরও যোগ করেন, “এই ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয় এবং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, পঞ্চগড় জেলা শাখা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে যে, অনতিবিলম্বে সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের মুখোমুখি দাঁড় করানো হোক। বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সাংবাদিক সমাজ দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে।

এই ঘটনা সারাদেশে কর্মরত সাংবাদিকদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। সাংবাদিক নেতারা বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা রাষ্ট্রের জন্য লজ্জাজনক এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, গণমাধ্যম কর্মীরা নির্ভয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে সক্ষম হলেই একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ সম্ভব।