
ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো : সাংবাদিকদের প্রয়োজনে সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট হতে ২০২২- ২৩ অর্থবছরে করোনা কালীন আর্থিক সহায়তা ও চেক বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুর ১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিজস্ব হল রুমে চেক বিতরন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক নেতা দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানে আগত অতিথি ও সাংবাদিকদের সামনে সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন দিক ও কার্যক্রমক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও বাচিক শিল্পী মোঃ মনির হোসেন। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের কল্যানে মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া নানান মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, সাংবাদিকবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী সব সময় ই ভালো ও মন্দে সকল সময়ে সাংবাদিকদের পাশে থেকেছেন। সেই জন্য আমরা সাংবাদিকরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা পোষণ করি। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি জেলা প্রশাসক শাহগীর আলম , বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম ,ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক ও চৌধুরী বাপ্পীও সাংবাদিকদের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া নানান উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এই ধাপে সাংবাদিক ইউনিয়নের মোট ১৪ জন সদস্যের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট কতৃক পাওয়া ১০ হাজার টাকার চেক প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য এর আগেও বিভিন্ন ধাপে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট থেকে পাওয়া সাংবাদিকদের পরিবার ও কল্যাণের স্বার্থে দেওয়া আর্থিক সহায়তা চেক সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়।