আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম উদলছড়িতে স্কুল প্রতিষ্ঠা করেন বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মিজানুর রহমান (পিএসসি) এর প্রতিনিধি হিসেবে উদলছড়ি বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন নব-নির্মিত স্কুলের উদ্বোধন করেন।
দুর্গম পার্বত্য অঞ্চলে স্কুলের কার্যক্রম শুরু হওয়ায় অবহেলিত শিক্ষা বঞ্চিত শিশুরা শিক্ষার আলোতে আলকিত হবে বলে এলাকাবাসী মনে করেন। নিজ এলাকায় এ নব-নির্মিত স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার কারবারী মোহনলাল কান্তি চাকমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্যন্ত আনন্দিত এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.