দুই দিনের ব্যাক্তিগত সফরে সাজেক আগমন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ (এমপি)
১০ মার্চ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় হেলিকপ্টার যোগে সাজেক রুইলুই ভ্যালী পর্যটন কেন্দ্রে আগমন করলে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌহিদুর রহমান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী সপরিবারে অবকাশ যাপনের জন্য সাজেক রিসোর্টে উঠেন এবং রাতে খাস্রাং হিল রিসোর্টে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। ১১ই মার্চ সকাল দশ ঘটিকায় সাজেক থেকে সড়ক পথে খাগড়াছড়ি আওয়ামী কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.