
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) সংবাদদাতাঃ
বৃহস্পতিবার (৬জুলাই) বেলা সাড়ে ১২ টায় সাজেক আর্মি ক্যাম্প হতে আনুমানিক ৪-৫ কি: মি: দক্ষিন পূর্বে, সাজেক পুলিশ ক্যাম্প হতে ১ কিঃমিঃ দক্ষিণ পূর্বে সাজেক টু বাঘাইহাট রোডের হাউজ পাড়া নামক এলাকায় সাজেক হতে বাঘাইহাটগামী পর্যটকবাহী ব্যাক্তিগত গাড়ি (নিশান ঢাকা মেট্রো ঘ- ১৫ -৭২৫৩) ব্রেকফেল হয়ে রাস্থা হতে আনুমানিক ৬০-৭০ ফুট নিচে পড়ে গাড়ী সহ পর্যটক দুর্ঘটনায় পতিত হয়। গাড়িতে থাকা ৪ জন পর্যটকের মধ্যে ২ জন গুরুত্বর আহত হয় এবং বাকি ২ জন সামান্য আহত হয় বলে জানা যায়। আহত ব্যাক্তিরা হলেন মোঃ শাহরিয়ার ইকবাল (৪২) পিতাঃ একেএম শহিদুল্লাহ, ৩৮ মিরপুর রোড, ঢাকা অপরজন মোঃ তাইছির আহমেদ (৪০) পিতাঃ মৃত আব্দুল মান্নান, গ্রামঃ পাঠানপাড়া, ফেনী।
দুর্ঘটনার পরপরই সাজেক আর্মি ক্যাম্প হতে একটি টহল দল পিকআপ নিয়ে ঘটনাস্হলে উপস্হিত হয়ে, আহত ব্যাক্তিদেরকে উদ্ধার করে সাজেকে নিয়ে এসে ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে।
সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক বলেন, ব্রেকফেল করে গাড়িটি রাস্তার নিচে পড়ে যায়, আহতদের দিঘীনালা হাসপাতালে পাঠানো হয়েছে, গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে এবং বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।