শাহীন আলম আশিক, বিশেষ প্রতিনিধি
বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতার গল্পে আমাদের আজকের অতিথি
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা।
তিনি সর্বস্তরের জনগণকে পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা মুখী উদ্যোগ গ্রহণ করেন। তিনি বিগত দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, অপরিচ্ছন্ন ও নিম্ন মানের প্রায় ৩৭ টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেন।
এছাড়াও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করনে তিনার রয়েছে নানামুখী কর্মপরিকল্পনা।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্যে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
তিনি জানান বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা গেলে দেশের সকল শ্রেনীপেশার মানুষ আরও অনেক বেশি সুফল পাবেন।
বিষয় টি সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করতে, গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।