
স্টাফ রিপোর্টার
শনিবার ২৩ সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০ টায় বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামে প্রতিষ্ঠিত সাহস ইনটেলেক্ট ডেভেলপমেন্ট স্কুলের বার্ষিক কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সাহস এর পরিচালক জনাব খায়রুল এনাম আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজালাল। সমবেত জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহস ইনটেলেক্ট ডেভেলপমেন্ট স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার চাঁপা, বক্তব্য রাখেন প্রধান অতিথি এবং সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা। বক্তারা বলেন ছাত্রছাত্রীদের সৃজনশীলতার চর্চা তাদের প্রতিভাকে বিকশিত করে যার কারণে পাঠ্য পুস্তকের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা অত্যাবশকীয়। বক্তারা আরো বলেন শিশুদের মধ্যে প্রতিযোগিতার আগ্রহ এবং তাদের মেধার পরিচর্যা ও মূল্যায়ন এখানে বড় বিষয়। এই ধরণের প্রতিযোগিতায় ছোট ছোট শিশুরা মঞ্চে তাদের পারফর্মেন্স এর মাধ্যমে অনেক বেশি সাহসী ও সাবলীলভাবে বেড়ে ওঠে। শিক্ষকরাও ছাত্রছাত্রীদের অগ্রগতি সম্মন্ধে ধারণা লাভ করে। এর পর শ্রেণি অনুযায়ী ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখায় বিচারক হিসাবে ছিলেন সাহস স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার চাঁপা, সহকারী শিক্ষক সুমনা সূত্রধর, শাহনাজ আক্তার, সাহস লাইব্রেরির সহকারী সম্পাদক তোফাজ্জল হোসেন মজুমদার এবং সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা। অনুষ্ঠান উপস্থাপনা করেন স্কুলের সহকারী শিক্ষক সুমিত্রা রানী দাস ও রেহানা আক্তার। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ।