ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত, গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা আরিফুল ইসলাম শিপন (৪৫) আহত হয়েছে। তিনি জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পলাশ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর’) বিকেলে শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে যুবলীগ নেতা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় রাস্তার পাশে মটরসাইকেল রেখে যুবলীগ নেতা আরিফুল ইসলাম শিপন দায়িয়ে ছিলেন। এসময় সময় পৌরসভার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার বারিক ও রুবেলসহ ৩ জন আরেকটি মটরসাইকেলে যাবার সময় শিপনের মটরসাইলটি থাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এ নিয়ে শিপনের সাথে তর্কে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে তারা শিপনকে মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়ার হলে সেখানেই তারা শিপনের উপরে চড়াও হয়। দু’দফা হামলায় সিরাজগঞ্জ সরকারী কলেজ সংসদের সাবেক এজিএস শিপনের বাম পা ও হাতে ছুরিকাঘাত করা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে আহত আরিফুল ইসলাম শিপন জানান, আমাকে হাসপাতালে নেওয়ার কিছুর পরে ওই সন্ত্রাসীরা উচ্চস্বরে কথা বলছে আমি টের পায়। অবস্থা বেগতিক দেখে অন্যত্র চলে যাবার জন্য হাসপাতালের পুরাতন গেট দিয়ে বের হলে তারা আবারও আমাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহতের বড় ভাই আহসান হাবিব লিপন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনের বিরুদ্ধে মামলা করেছেন। হামলার ঘটনার পরে রাতেই অভিযান চালিয়ে সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লা থেকে পলাশ নামের একজন গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল জানান, হামলাকারীরা সকলেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত, গ্রেফতার ১

আপডেট সময় ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা আরিফুল ইসলাম শিপন (৪৫) আহত হয়েছে। তিনি জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পলাশ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর’) বিকেলে শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে যুবলীগ নেতা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় রাস্তার পাশে মটরসাইকেল রেখে যুবলীগ নেতা আরিফুল ইসলাম শিপন দায়িয়ে ছিলেন। এসময় সময় পৌরসভার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার বারিক ও রুবেলসহ ৩ জন আরেকটি মটরসাইকেলে যাবার সময় শিপনের মটরসাইলটি থাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এ নিয়ে শিপনের সাথে তর্কে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে তারা শিপনকে মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়ার হলে সেখানেই তারা শিপনের উপরে চড়াও হয়। দু’দফা হামলায় সিরাজগঞ্জ সরকারী কলেজ সংসদের সাবেক এজিএস শিপনের বাম পা ও হাতে ছুরিকাঘাত করা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে আহত আরিফুল ইসলাম শিপন জানান, আমাকে হাসপাতালে নেওয়ার কিছুর পরে ওই সন্ত্রাসীরা উচ্চস্বরে কথা বলছে আমি টের পায়। অবস্থা বেগতিক দেখে অন্যত্র চলে যাবার জন্য হাসপাতালের পুরাতন গেট দিয়ে বের হলে তারা আবারও আমাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহতের বড় ভাই আহসান হাবিব লিপন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনের বিরুদ্ধে মামলা করেছেন। হামলার ঘটনার পরে রাতেই অভিযান চালিয়ে সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লা থেকে পলাশ নামের একজন গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল জানান, হামলাকারীরা সকলেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/bestweb/p...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('transient') #2 {main} thrown in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34