শ্রাবনের সাথে এলো বন্যা,
হলো শুরু সিলেটের কান্না।
ঐ যে ধেয়ে আসে বানের জল,
সব করে কলকল,
চারিদিকে জলের থৈ থৈ,
ডুবতে হচ্ছে সকলকে পই পই।
কোথায় যাবে ভেবেই পায়না তারা,
ততক্ষণে জলে ভাসিয়ে নেওয়া,
গোরু,ছাগল বিভিন্ন পশু গেল জলের তলে,
জীবন বাচাতে কেউ কেউ,
ডেচকিতে ভাসায় বাচ্চাকে।
গরীব মানুষ কিছু গেল জলের তলে,
কিছুতো জীবন বাঁচাতে প্রাণপন চেষ্টা করে।
সুযোগ বুঝেই সুযোগ নেওয়া শুরু,
এই সুযোগে জিনিসপত্রের দাম তুঙ্গে,
নৈতিকতা বিসর্জন দিয়ে,
মুনাফা লাভের শুরু।
নীতিবোধযুক্ত মানুষগুলি থাকতে পারেনি ঘরে খুশিতে,
সামর্থ্য অনুযায়ী চলল আর্তনাদের পাশে দাঁড়াতে।
সেনাবাহিনীরাও দিন রাত উদ্ধারের জন্য করল চেষ্টা,
শেখ হাসিনাও পরিদর্শন করল বিপর্যয় এলাকা!
ড. প্রিয়াঙ্কা নিয়োগী
কুচবিহার, ভারত