মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল, বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় সড়ক দূর্ঘটনায় মাওলানা মোঃ তালহা (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
রোববার ১৩ ই ডিসেম্বর ২০২০ইং ভোরে উপজেলার কালিঞ্জিপাড়া থেকে বরুড়া আসার পথে ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি নিহত হন।
তিনি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
নিহত মোঃ তালহা বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঠানপাড়া ভূইয়া বাড়ির অহিদুল আমিন ভূইয়ার ছেলে। তার স্ত্রী ও দই শিশু পুত্র রয়েছে। মাওলানা মোঃ তালহার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।