কুমিল্লার বরুড়া হাজী নোয়াব পাইলট উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।২০ ফেব্রুয়ারী ২৩ ইং সোমবার সকাল আটটায় বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব প্রান্তে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ভোধন করেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য বিদ্যালয়ের সভাপতি মোঃ নাছির উদ্দীন লিংকন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা পরিবারের অন্যতম সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, সাবেক শিক্ষক মাওলানা ফজলুর রহমান, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডকটরস কমিউনিটি হসপিটাল এমডি, মোঃ ইলিয়াছ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ঝলম কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ মজুমদার, সাধারন সম্পাদক ইকরামুল হক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাইনুল হোসেন হেলাল, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, আমান উল্ল্যাহ আমান, ইন্জিনিয়ার মোঃ আখতারুজ্জামান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী সোহেল, মোঃ আবদুর রহমান প্রমুখ। বিদ্যালয় সূত্রে জানা যায়, নিজস্ব অর্থায়নে এ বিল্ডিং এর কাজ টি করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.