বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বুধবার (২২মার্চ) কুমিল্লা উত্তর জেলার অন্তর্গত হোমনা উপজেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির মনির এর উদ্ভোধনে, কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি জিএস সুমন সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিটন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি এবং হোমনা পৌরসভার মেয়র এ্যডভোকেট নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সদস্য মাসরুল আলম মিলন, জাতীয় পরিষদ সদস্য মনিরুজ্জামান জামান পামেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশ বিদেশে অশান্তি সৃষ্টি করতে চাইবে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। যেন কোনোভাবেই কোনো অপশক্তি দেশের উন্নয়নের ওপর আঘাত হানতে না পারে। সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।