
মো: নাজমুল হোসেন ইমন
নারায়ণগঞ্জের চাষাড়ায় এক নারী ৮০টি বিড়ালকে দত্তক দিতে আগ্রহীদের খুঁজছেন। জাহানারা খানম নামে ওই নারী গত ৯ বছর থেকে বিড়াল পালছেন নিজ বাসায়। ধীরে ধীরে বিড়ালের সংখ্যা বাড়তে বাড়তে ৮০ তে গিয়ে ঠেকেছে।
জাহানারা নিজের সন্তানের মতোই বড় করেছেন বিড়ালদের। তবে সম্প্রতি স্বামীর মৃত্যুর জন্য নিজ বাড়ি ছেড়ে তাকে থাকতে হবে সন্তানদের সাথে। তাই আদরের বিড়ালদের জন্য তিনি চান একটি ভালোবাসা পূর্ণ এবং সুরক্ষিত পরিবার।
চারটি বাদে সবগুলো বিড়ালকে নিউটার ও স্পে করানো হয়েছে বলে জানিয়েছেন জাহানারা খানম। বিড়ালদের ভ্যাক্সিনও দেয়া হয়েছে। যে চারটি বিড়ালকে এখনও ভ্যাক্সিন দেয়া হয়নি তাদের আগামী সপ্তাহে দেয়া হবে।
ইতিমধ্যে ১০টি বিড়ালকে দত্তক দেয়া হয়েছে এবং যারাই দত্তক নিচ্ছেন তাদের এক সাথে দুটি করে দত্তক নেয়ার অনুরোধ জানানো হচ্ছে। আগ্রহীদের জাহানারা খানমের সঙ্গে ০১৭১৮০৩৪১৩৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।