ফারুক জাহাঙ্গীর :
দু'চোখ জুড়ে ভাসছে যার সীমাহীন
স্বপ্নের বাঁধভাঙা উচ্ছ্বাস
ভাবনায় তারও জেগে আছে দেখি
আকালের যত ইতিহাস।
যখন তুমি হেলায় করে যাও ম্যালা
মুখর স্বপ্নের চাষাবাদ,
কঠিন মৃত্তিকার বুকচিরে আমি তখন
ফলাই হয়তো দুর্বাঘাস।
আজকের দিনটা আগামীতে হবে জানি
অতীতের এক গতকাল
অস্থির সময়টা নিয়ত ছুটছে অবিরাম
ছুঁইতে কালের সকাল।
বাসনার দিগন্তে এলোমেলো স্বপ্নরা
দোল খায় সুখে
আরেকটা শুভদিনের নিরন্ত অপেক্ষা
উদাসী চিকুরের বুকে।
দিন যায় রাত আসে পার হয় তিথি
বাড়ছে মনের ভীতি
আসবে না বুঝি আর স্বপনে দেখা
অচেনা সে অদিতি।
আগ্রাবাদ, চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.