স্টাফ রিপোর্টার : ১২ জুলাই বুধবার বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর সৈনিক, জাতীয় শিক্ষক ও আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক এর জন্মদিন উপলক্ষে বিশিষ্ট রাষ্ট্র বিশ্লেষক ,মানবাধিকার তাত্ত্বিক,শিকড় সন্ধানী লেখক প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পাঠচক্র কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি জননেতা নবী নেওয়াজ। উদ্বোধক জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ,বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর চেয়ারম্যান লায়ন মো.গণি মিয়া বাবুল,রোকুনদ্দিন পাঠান,বিশিষ্ট গীতিকার ও শিক্ষক বাবু হীরেন্দ্রনাথ মৃধা ও ড. নাজমুল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ছড়াকার তৌহিদুল ইসলাম কনক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী বলেন, 'অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক স্মার্ট বাংলাদেশ বিনির্মানে একজন নিবেদিত সৈনিক।'
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ জননেতা নবী নেওয়াজ বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক মুল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের পথে হাঁটছি। মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক এ পথের একজন সফল যাত্রী। '
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.