মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার
অনলাইন ব্যবসায় সফল নারী উদ্যোক্তারা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন, যা তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলছে। তারা নিজস্ব দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ফ্যাশন, হস্তশিল্প, খাবার, স্বাস্থ্য ও সুস্থতা, ডিজিটাল সার্ভিস ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছেন। এই ধরনের ব্যবসায় তারা কম পুঁজি বিনিয়োগ করে নিজেদের দক্ষতা ও আগ্রহকে কাজে লাগিয়ে ঘরে বসে সফলভাবে উপার্জন করতে পারছেন।
সম্প্রতি দৈনিক মুক্তির লড়াই এর কথা হয় রাঙামাটির নতুন উদ্যোক্তা তাজিন আক্তার রিয়ার সাথে তিনি জানান এখনকার মেয়েরা ঘরে বসে অনলাইনে বিভিন্ন পোশাক বিক্রি করে আসছে। তাই তিনি ও সকলের মতো এই ব্যবসায় নিজের নাম লেখান এবং গড়ে তুলেন TARAZ নামে একটি অনলাইন প্রতিষ্ঠান।মূলত প্রতিষ্ঠান টি তিনি এবং তাঁর স্বামী মিলে পরিচালনা করেন। শুরুর পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তাঁরা। গ্রাহকের চাহিদা অনুসারে পণ্য সরবরাহ করছেন তাঁরা।
তাজিন আক্তার রিয়া মনে করেন পুরুষের পাশাপাশি একজন নারীর ও নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য ছুঁটে চলা প্রয়োজন। স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে ও আস্তে আস্তে তিনি তাঁর ব্যবসায় আরো বড় আকারের বিনিয়োগ করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.