অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি
মোর্শেদা চৌধুরী এ্যানি
এই দিনটি আমার জীবনে অত্যন্ত স্মরণীয়
কিন্তু নয়তো এই দিনটি বরণীয়,
এই দিনটি আমার জীবনে ফুটন্ত ফুলের মালা
তবে, গলায় গাঁথিলাম কন্টক জ্বালা।
এই দিনটি আমার জীবনে কিছুটা প্রশান্তির
তবে, ক্ষানিকটা কাটে অশান্তিতে,
এই দিনটি আমার জীবনে বসন্তের সু-বাতাস
তবে, জীবন কেটে যাচ্ছে অস্থিরে!
এই দিনটি আমার জীবনে পরম স্বাধীনতা
তবে, মন মানসিকতা পরাধীনতার,
এই দিনটি আমার জীবনে মানবিক মনোভাব
তবে, কিছুটা একতরফা একগুয়ে স্বভাব।
এই দিনটি আমার জীবনে সবুজ শ্যামল পাতা
তবে, শাখা প্রশাখা আঘাতে সাজানো,
এই দিনটি আমার জীবনে নিবিড় শ্বাসপ্রশ্বাস
তবে, সারাটা জীবন একা একা কাটানো।
এই দিনটি আমার জীবনে একটু পরশ ছোঁয়া
তবে, দুটি মনের অমিল সেতু বন্ধন,
এই দিনটি আমার জীবনে কল্পনার জগতে হারানো
তবে, দিনটি আমার দীর্ঘ পথের ক্রন্দন!
এই দিনটি আমার জীবনের যেনো ভুল ঠিকানা
তবে, নিশ্চিত ঘটতে পারে অকাল মৃত্যু,
এই দিনটি আমার জীবনে শীতের ঘন কুয়াশার চাদর
তবে, মৃত্যুর পর ফুটে উঠবে আসল সত্য!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.