সুরের আকাশে মেঘ নেই
ঝরছেনা বৃষ্টি আজ
উত্তাপে পুড়ছে তপ্ত ধরণী
অনুপমা হারিয়েছে লাজ।
দৃষ্টির আড়ালে ভেসে যায়
কালের মোহিত প্লাবন।
কে এমন ছুঁয়েছে বলো
ক্লান্ত-শ্রান্ত মনের দহন।
তবুও হাসে মন অকারণ
ছুঁয়েছে কালের সরণ
বেদনারে সেও পরানে মাখে
নিভাতে বুকের দহন।
দহনে কহন জাগে প্রাণে
সদানন্দ নিরানন্দ গানে।
এ বেদনে আমিও হাসি,
আমিও যে ভালোবাসি।
তবুও সৃষ্টি করেছে বৃষ্টি
এ মনের বুকে ঢেউ
তলিয়ে যায় হারিয়ে যায়
মনো বৃষ্টিতেও কেউ।
ফারুক জাহাঙ্গীর
আগ্রাবাদ, চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.