শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান রিঙ্কু (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার মিলের স্কুলের এক অনুষ্ঠান স্থলেই স্টোকে আক্রান্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে যশোরে নেবার পথে দুপুর দুইটার দিকে তিনি মারা যান। সে কালীগঞ্জ পৌরসভা এলাকার চিনিকল সংলগ্ন বলিদাপাড়া গ্রামের মৃত মুক্তার হোসেন এর পুত্র।
মিলের সিবিএ নেতৃবৃন্দ ও বলিদাপাড়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জানায়, দুপুরে মিলের ট্রেনিং সেন্টারে মোবারকগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিংকু। দুপুর একটার দিকে হঠাৎ করেই তার বুকে ব্যথা উঠে। এ সময় সহকর্মীরা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
এরপর অবস্থার অবনতি হলে দুপুর দুইটার দিকে যশোর সদর হাসপাতালে পথে তার মৃত্যু হয়। মরহুম রিংকু মোবারকগঞ্জ চিনিকলের ইক্ষু বিভাগের করোনিক পদে কর্মরত ছিলেন। এক ছেলে ও এক মেয়ের জনক মরহুম রিংকু মৃত্যুকালে স্ত্রী ও মাতা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার রাত ৯ টায় বলিদা পাড়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। তার অকাল মৃত্যুতে মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী সহ গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.