চীনের একতরফা ভিসামুক্ত ও ট্রানজিট ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশের সংখ্যা বেড়ে যথাক্রমে ৪৭ ও ৫৫-টিতে পৌঁছেছে। পাশাপাশি, চীন ভিসা আবেদনের পদ্ধতি সহজতর করেছে, ওয়ানস্টপ ইমিগ্রেশন পরিষেবা দিচ্ছে, এবং ‘চীন ত্যাগের সময় কর ফেরত নীতি’ বাস্তবায়ন করেছে। চীন উচ্চমানের উন্মুক্তকরণ বজায় রাখবে এবং অন্যান্য দেশের সাথে উন্নয়নের সুবিধা ভাগাভাগির করার নীতি মেনে চলবে। ১১ জুলাই, (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
তিনি বলেন, সম্প্রতি অনেক দেশের সংবাদ সংস্থা চীনের ভিসামুক্ত নীতির প্রশংসা করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট ও ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ড ওয়েবসাইটসহ নানান সংবাদ সংস্থা বলেছে, ভিসামুক্ত নীতির সাহায্যে চীন নিজের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের সামনে আরও ভালোভাবে প্রদর্শন করছে। এটি কিছু দেশের ভিসানীতি কঠোর করার বিপরীত।
সূত্র: অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.