মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দির্ঘদিন ধরে একটি সিন্ডিকেট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ্যভাবে ছোট যমুনা নদী থেকে বালু উত্তোলন করছে।
১৩ জানুয়ারী (শুক্রবার) রাত ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী যৌথভাবে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া (বাবুলের পুকুরপাড়ের পাশে) নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলনের সময় উপস্থিত হলে, বালু উত্তোলনের সাথে জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি বালু উত্তোলন মেশিন, ৬ টি স্টিলের বেলচা, ২ টি কোদাল, ৩টি রেঞ্চ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, অবৈধ্যভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে আমি ও সহকারী কমিশনার (ভূমি), ফুলবাড়ী থানার পুলিশসহ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করি। আমাদের আসার খবর পেয়ে অবৈধ্যভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায়। আমরা সেখানে থাকা মেশিনপত্র জব্দ করি। তিনি আরো বলেন, অবৈধ্যভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.