যশোর জেলা প্রতিনিধি : যশোর অভয়নগরে একটি দেশী শুটারগানসহ নুর ইসলাম (৫০)কে গ্রেফতার করে থানা পুলিশ।
যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ, সাহেবের নেতৃত্বে অভয়নগর থানাধীন ভাটপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ) মোঃ মকলেচুর রহমান, সংগীয় এএসআই(নিঃ) মোঃ শাকিল খাঁন, কং/১৬৫৮ গোলাম মোস্তফা, কং/১৪৩৭ ওহিদুজ্জামান, কং/১৭২৮ গোলাম রসুল সহ অভয়নগর থানাধীন মধ্যপুর গ্রাম হইতে আসামী মোঃ নুর ইসলাম (৫০), পিতা-মৃত আব্দুল গফুর মীর, গ্রাম- মধ্যপুর, থানা- অভয়নগর, জেলা –যশোরকে গ্রেফতার করেন এবং আসামীর বসত ঘর সংলগ্ন খড়ি রাখার ঘরের মেঝেতে মাটির নিচে রাখা ০১টি দেশীয় তৈরি তিননলা শুটারগান, যাহার বাটসহ লম্বা ২৭ ইঞ্চি, তিনটি ফায়ারিং পিন, তিনটি ট্রিগারযুক্ত উদ্ধার করেন । আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করিয়া বিচারের নিমিত্তে ইং- ১৬/০৬/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.