যশোর জেলা প্রতিনিধি : যশোরের অভয়নগরে এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল্লাহ উপজেলার বালিয়াডাঙ্গা গাজীপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক। বালিয়াডাঙ্গা গ্রামের ১৩ বছর বয়সী ছেলেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন ধরে বলাৎকার করে আসছে ঐ শিক্ষক।
বিষয়টি বৃহস্পতিবার রাতে জানাজানি হলে ছেলের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে শিক্ষককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে পিতা বলেন, আমার ছেলেকে মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম অনেকদিন ধরে বলাৎকার করে আসছে। আমি তার শাস্তি দাবি করি। অভিযুক্ত সাইফুল ইসলাম বাঘারপাড়া গ্রামের বাসিন্দা। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, অভিযুক্ত সাইফুল ইসলামক আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিচারের নিমিত্তে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.