মোঃ ইলিয়াছ আহমদ
কুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী অলিতলা দরবার শরীফের বার্ষিক মাহফিলের তারিখ পরিবর্তন করে ২০ জানুয়ারী ২৫ ইং সোমবার অনুষ্ঠিত হবে বলে জানান দরবারের পীর সাহেব মাওলানা গোলাম মহিউদ্দিন লতিফী।
৬৩ তম ওরস মাহফিল ২৪ ইং সামনের ওরস মাহফিল এর তারিখ ঘোষণা করা হয়ে ছিল তা পবিত্র মাহে রমজানে পরে যাওয়ায় এই তারিখ পরিবর্তন করে রমজানের কয়েকদিন আগে অর্থ্যাৎ ২০ জানুয়ারি ২৫ ইং সোমবার ৬ মাঘ ১৪৩১বাংলা, ২০ রজব ১৪৪৬ হিজরি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহি অলিতলা লতিফিয়া দরবার শরীফের ৬৪তম পবিত্র উরস মাহফিল ২০২৫ ইং এর তারিখ ঘোষণা করা হয়। ওরস মাহফিলে বাংলাদেশের দেশ বরেণ্য সুন্নী আলেমগণ ওয়াজে অংশ গ্রহণ করে বয়ান করেন। মাহফিলে লক্ষাধিক মুসল্লী অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.