অলীক সুখ
সারমিন চৌধুরী
সীতাকুণ্ড চট্টগ্রাম
পালিয়ে যাবো কোনোও সন্ধ্যাপানে
সূর্য ডুবে যেথায় আঁধার নামে।
হারিয়ে যাবো কোনোও নিরুদ্দেশে
ভবঘুরে নয়তো পথিক বেশে।
লিখবো না কোনো চিঠি রাত্রি জেগে
হরেক রকম শব্দের ছন্দ দিয়ে।
সাজাবো না আর রূপকথার নগরী
হৃদয়ের বিশুদ্ধ আবেগ ক্ষয়ে।
দুঃখের বোঝা বুকের মধ্যেখানেই বয়ে
চোখের জলে যদিও পাহাড় গলে।
মনকে সস্তা বানিয়ে শির অবনত করে
ধুলি ভেবে দাপিত পায়ের তলে।
অলিক সুখের নৌকায় ভাসতে গিয়ে
বিপাকে হিয়া ছিন্ন ঝড়ের কবলে।
মধুর হাঁড়ি চুলায় বসিয়ে ঘনাতে চেয়ে
বিষের দাঁনা বাঁধলো হৃদ অতুলে।
যাবার সময় কালে কেউ পিছন থেকে
ডাকিয়ো না প্রিয় চিরচেনা স্বরে।
স্মৃতির বিশাল নগরী পুড়ে ছাঁই হলে
ভুলে যেও আমাই তবে চিরতরে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.