মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদী উপজেলার ৪ নং চান্দ্পুর ইউনিয়নের১/২/৩ ওয়ার্ডে টিসিবির পণ্য কার্ড
বিতরণ করেন অসহায় দরিদ্র নাগরিকদের মাঝে। ইউপি সদস্য মোসাম্মৎ চম্পা আক্তার, অসহায় দরিদ্রদের বাড়িতে হেঁটে হেঁটে খবর দিয়ে আসেন টিসিবির পণ্য কার্ড বিতরণ হবে।
রবিবার সকাল আট ঘটিকায় সময় লাইনের মাধ্যমে টিসিবির পণ্য কার্ড নিজ বাড়িতে অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় অসহায় দরিদ্রদের মাঝে মোসাম্মৎ চম্পা আক্তার আলোচনা রাখেন, পবিত্র মাহে রমজান মাসের উপলক্ষে বাংলাদেশ সরকারের দেওয়া টিসিবি পূর্ণ কার্ডের মাল গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়ার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশ সরকারকে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, কটিয়াদী পাকুন্দিয়া সংসদ সদস্য এমপি মহোদয় কে ধন্যবাদ জানাই, ৪ নং চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজকে। আরো ধন্যবাদ জানাই, ঈদের শুভেচ্ছা জানাই চান্দ্পুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ কে এক দুই তিন ৩ নং ওয়ার্ডের অসহায় মোসাম্মৎ জয়না আক্তার বলেন প্রতিভারের মতোই টিসিবির পূর্ণ কার্ড দিয়ে যাচ্ছেন ইউপি সদস্য মোসাম্মদ চম্পা আক্তার পবিত্র মাহে রমজান মাসের উপলক্ষে বাংলাদেশ সরকারের অনুদান দেওয়ায় চাউল ঢাল তৈল ছোলা আমরা অনেক আনন্দিত ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ধন্যবাদ জানাই চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজকে প্রমুখ।
https://youtu.be/JzSCjoNAPcc?si=IHcdQHNBF78fgzM_
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.