মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা সদর উপজেলার কামারজানির ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মসলেম উদ্দিন লাভলু উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারী বুধবার সকালে কামারজানি বাজারে সচেতন এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, স্বপন কুমার সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আহত লাভলুর পিতা লাল মিয়া, কামারজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, বাবলু হাজী, ছাত্র লীগের উপজেলা সভাপতি, মোঃ রায়হান সরকার, যুবলীগ নেতা মারুফ হাসান, ইউপি মেম্বার সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা লাভলুর উপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবির করেন।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গত কাল মঙ্গলবার দুপুর ১১ টার দিকে কামার জানির গোঘাট এলাকার আসাদের চায়ের দোকানের সামনে ২০/২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায় লাভলুর উপর এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আজ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.