মাঈন উদ্দিন মুন্সী, কোর্ট রিপোর্টার, চাঁদপুর
আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরে এডভোকেট নাজমুল হাসান প্রিন্স নামের এক আইনজীবীর সনদ স্থগিত করে হয়েছে।
চাঁদপুর আইনজীবী সমিতি এক বছরের জন্য তার এ সনদ স্থগিত করেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃপক্ষ বিগত ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নিচতলায় সাধারণ সভায় উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৫ শে মার্চ আইনজীবী নাজমুল হোসেন প্রিন্সকে আচরণ বিধি লঙ্ঘন করায় সর্বশেষ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আইনজীবী নাজমুল হোসেন প্রিন্স "দি বাংলাদেশ লিগ্যাল প্রেকটিসনারস এন্ড বার কাউন্সিলরস অর্ডার এন্ড রুলস ১৯৭২, এমনকি কেনন্স এন্ড এটিকেট" লংঘন করার বিষয় উল্লেখ করা হয়।
আরো উল্লেখ্য আছে যে, বিচার প্রার্থী জনগণের বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতি এডভোকেট নাজমুল হোসেন প্রিন্স বিগত দিনের আচরণ বিধি ও কার্যকলাপ সংশোধন করার জন্য যেহেতু সচেষ্ট হয়। অতঃপর এডভোকেট নাজমুল হোসেন প্রিন্স পরবর্তীতে পূর্ব আচরণ করবেন না বলে মর্মে ক্ষমা প্রার্থনা করেন।
পরিপ্রেক্ষিতে মানবিক চেতনায় পূর্বে আইনজীবী সমিতি কর্তৃপক্ষ এডভোকেট নাজমুল হোসেন প্রিন্স এর বিরুদ্ধে কোন রূপ ব্যবস্থা নেন নাই। এডভোকেট নাজমুল হোসেন প্রিন্স দেখা গেছে বিচারক আদেশের উপর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করে থাকেন এবং অশালীন আচরণ মূলক কথা বলেন।
সেই ব্যবহার বিধি অনুসারে বাংলাদেশ বার কাউন্সিল এক্ট এর ধারা ৭৫এর উপধারা মোতাবেক পেশা বিরোধী কার্যকলাপ প্রতিয়মান হয। অ্যাডভোকেট নাজমুল হোসেন প্রিন্স আচরণবিধি লংঘন করায় উনাকে দশ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য উল্লেখ করা হয। এডভোকেট নাজমুল হোসেন প্রিন্স ৩ রা এপ্রিল লিখিতভাবে জবাব দাখিল করেন। তিনি লিখিত জবাবে বলেন আইনজীবী সমিতি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন বা যে ব্যবস্থা নিয়েছে তা বৈষম্য তুল্য। অ্যাডভোকেট ফারজানাকেও নোটিশ করা হয়েছে কিন্তু তার সনদ স্থগিত করা হয়নি।
এডভোকেট ফারজানা মুচলেকা দিয়া ক্ষমা চেয়েছেন। এডভোকেট নাজমুল হোসেন প্রিন্স আরো বলেন, আমার বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত মানবিক নয়। আমি কোন প্রকার আচরণবিধি লঙ্ঘন করি নাই। আমি ষড়যন্ত্রের শিকার। কিন্তু চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ বাবর বেপারী বলেন, সাধারণ সভায় সকল কর্তৃপক্ষের সম্মতিক্রমে এডভোকেট নাজমুল হোসেন প্রিন্স এর আচরণ বিধি লঙ্ঘন করায় (১)এক বছরের জন্য আইনজীবী সনদ বাতিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.