মোঃ শহিদুল ইসলাম শাহীন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ঢাকা মহানগর: রোববার (৪জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে অ্যাড. আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২০ এর ধারা ৭(১)ও ৭(২) অনুযায়ী অ্যাড. আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগ দানের তারিখ থেকে পরবর্তী ০৩(তিন) বছর মেয়াদে তাকে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগে বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। এর আগে তিনি গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকে নির্বাচন করেন এবং স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.