গৌতম মণ্ডল
খুঁজেছি তোমায় , আকাশ ছায়ায়
কুয়াশায় ভাসা ভোরে ৷
শিশিরের ঘ্রাণে , কোন অঘ্রাণে
দূর দিগন্ত পারে ৷
হেমন্ত সাঁঝে , দু'চোখ বুজে
ডেকেছি কতো তাকে ৷
ধবল ডানায় , গাঙ্ বলাকায়
নীল স্বপ্ন দেখার ফাঁকে ৷
ধান শীষ ঝ'রে , মেঠো পথে পড়ে
নরম সবুজ ঘাসে ৷
শুধালাম আমি , - "দেখেছো কি তাকে "?
স্মৃতিটুকু , মনে ভাসে ৷
পৃথিবীর পথে , নিশিদিন রাতে
খুঁজি অনন্ত কাল ৷
নিঃস্বতা ঘিরে , চিৎকার করে
দেখে হাসে মহাকাল ৷
নীড় ভাঙা পাখি , করে ডাকা ডাকি
খোঁজে আশ্রয় ডাল ৷
বৃথা খুঁজে চলে , ক্রন্দন রোলে
ছিঁড়ে ফেলে মায়া জাল ৷
শূন্য হিয়ায় , বিষাদ মায়ায়
ছিন্ন পাখির গান ৷
হিংস্র কসাই রক্ত হাতে
অস্ত্রতে দেয় সান !
কোথায় শান্তি ? আশার বাতি ?
হিংসার পৃথিবী !
আজো খুঁজে চলি , চেনা পথ ভুলি
শূন্যতাময় সবই ......
...................................................
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.