এম.ডি.এন.মাইকেল
অর্থনীতিবিদ মোঃ মনিরুজ্জামান মনির মাতুব্বর। আজ তার জন্মদিন।
তিনি পিরোজপুরের জেলার মঠবাড়িয়ার কৃতি সন্তান, ডাবল স্টারমার্ক SSC ও HSC (৯৩ ও ৯৫) ব্যাচ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রাক্তন মেধাবী ছাত্র।
সাবেক কর্মকর্তা, পলিটিকাল উইং, প্রধানমন্ত্রী কার্যালয়(বেগম খালেদা জিয়ার আমল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জহরুল হক হল শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। কারাবরণকারী বিএনপি নেতা। ৪ বারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, মঠবাড়িয়া কল্যাণ সমিতি। সাবেক সফল সভাপতি - মঠবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতি (অবিভক্ত)। সাবেক সভাপতি- কে,এম লতিফ ইনস্টিটিউশন ছাত্রদল।
সদস্য - ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন & বাংলাদেশ অর্থনীতি সমিতি। ম্যানেজিং পার্টনার - ইভান ইনফ্রাস্ট্রাকচার।তরুণ এই অর্থনীতিবিদদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা সর্বস্তরের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।শুভেচ্ছা জানাতে আসা উপস্থিত সকলকে তিনি বলেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি যেন অতীতের ন্যায় আগামী দিনের দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে পারি এই দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,শাহিন সিকদার, ভান্ডারিয়া, পিরোজপুর জেলা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.