হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা আজ ৷দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীর সঙ্গে রঙ খেলায় যোগ দিয়েছিলেন। ঐ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের দোল খেলার উৎপত্তি ৷দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নান করানো হয়। তাদের দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। তারপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে রঙ খেলায় মেতে উঠে৷ একজন আরেক জনকে আবির দিয়ে রঙ খেলায় লিপ্ত হয় ৷সব ধর্ম-বর্ণের মানুষ দোলযাত্রা মেলায় অংশ নিয়ে থাকেন। দেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে দোল উৎসব পালন করা হবে৷ ধনি-গরিব, ছোট- বড় সবাই একত্রে মিলিত হয় আবির দিয়ে রঙ খেলার জন্য ৷বাংলাদেশের সব হিন্দুরা দোল উৎসব পালন করেন। বাংলাদেশ ছাড়া ভারতে ও দোল উৎসব পালন করা হয়৷ ভারতে 'হোলি' উৎসব নামে পরিচিত৷ কোথাও কোথাও একে বসন্ত উৎসব ও বলে৷
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.