আজ রাত শেষে, শুভ্রবেশে
হবে যে সূর্যোদয়,
তার আলোয় তবে, আলোকিত হবে
আগামীর অভ্যুদয়।
মনের মাঝে, যতো সুর বাজে
যতো আছে স্বপ্নকলি,
প্রার্থনা আমার, নতুনের কাছে
প্রস্ফুটিত হয়ে উঠুক সকলি।
যা কিছু আমি পাইনি অতীতে
সেটি ছিলোনা আমার,
ব্যাথা ও বেদনা, বিরহ যন্ত্রনা
তাতেই করেছি সমৃদ্ধ সম্ভার।
যেখানে যারে পেয়েছিনু আমি
সকলি স্রোতের টানে,
নিয়ে গেছে ধরে, ঈশ্বর ধীবরে
ব্যর্থ সুর ও গানে।
তবুও দিনগুনি, নির্জন পথে শুনি
আগুন্তুকের পদভার,
এ জীবন সত্যি, ভুল নয় এক রত্তি
আশা আর ভরসার।
(আগরতলা ২৭/০১/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.