অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ
বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকারের দায়ে মোংলায় আটক হওয়া ১৪' ভারতীয় জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট আমলি আদালত - ০৬ তাদের জেলহাজতে প্রেরণ করেন।
আটককৃত জেলেরা হলেন, বিশ্বনাথ দাশ (৪১), অনিবেশ দাশ (২৯), গোবিন্দ দাশ (৫০), মোহন কৃষ্ণ (৪৩), আশন্ত দে (৪৫), মানিক জানা (২৯), রাম দুলাল দাশ (৫২), শংকর দাশ (৩৭), রাজিব দাশ (৩৬), লিটন দাশ (৩৫), অভিরাম দাশ (২৬), বাদল রাজপুত্র (৫২), স্বদেশ চন্দ্র দাশ (৪৮) ও নকুল দাশ (৫৮)। এদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়।
থানা পুলিশের দেওয়া সূত্র মতে জানা যায়, গত শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফ.বি. পারমিতা নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার'সহ ১৪'জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদের আটক করা হয়।
এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করে নৌবাহিনী।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, রোববার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। সামুদ্রিক মৎস্য আহরণ আইন, ২০২০ এর ২৫(১) ধারায় মামলাটি করা হয়। সোমবার দুপুরে আটককৃত জেলেদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬-এ পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.