মোঃ রায়হান, নওগাঁ
সোমবার (২৮অক্টোবর) রাতে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারের "মা জুয়েলার্স" এ চুরির ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে জানা যায়, মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল বেলা পাশের একটি ঔষুধের দোকানের চালের টিন কাটা অবস্থায় দেখতে পাওয়ার পর জুয়েলার্সের মালিক সোহেল রানাকে খবর দেওয়া হয়, উনার দোকান ঠিক আছে নাকি দেখার জন্যে। তিনি এসে দেখতে পান উনার দোকানের চালও কাটা অবস্থায় রয়েছে। আনুমানিক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার, রূপা এবং প্রায় এক লক্ষ নগদ অর্থ চুরি হয়েছে বলে জানা যায়।
চুরির ঘটনা নিশ্চিত করে জুয়েলার্সের মালিক সোহেল রানা জানান প্রতিদিনের মতো কাজ শেষ করার পর দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে পাশ্ববর্তী ঔষুধের দোকানদারের ফোন পেয়ে দোকানে এসে দেখতে পাই আমার দোকান চুরি গেছে। নাইট গার্ডের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এ বিষয়ে বাজার কমিটির উদাসীনতাকেও দুষছেন স্থানীয়রা। এর আগেও বাজারে এমন চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বাজার কমিটি সুষ্ঠু তদন্ত এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় দোকানদারেরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.