রায়হান আলী, নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপীর বিরুদ্ধে নানামুখী অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সাধারণ মানুষের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং গ্রামীণ জনগণ অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ডা. রোকসানা হ্যাপী দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ভেঙে পড়েছে। সরকারি ওষুধ সরবরাহে অনিয়ম, রোগীদের সঙ্গে অমানবিক আচরণ, আর্থিক দুর্নীতি এবং অফিস ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা সর্বত্র বিরাজ করছে। ফলে উপজেলা স্বাস্থ্যসেবা কার্যত অচল হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আত্রাইয়ের মানুষ ন্যূনতম চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত। হাসপাতালে ওষুধ নেই, সেবার মান নেই, অথচ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন। এ পরিস্থিতি আর সহ্য করা যায় না।”
এ সময় বক্তব্য দেন নওগাঁ-০৬ আসনের কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, একজন স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব জনগণকে সেবা দেওয়া, কিন্তু ডা. রোকসানা হ্যাপীর কার্যকলাপে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।
মানববন্ধনে উপস্থিত বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।
অন্যদিকে, মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান তোলেন। তারা বলেন, “আমরা উন্নত স্বাস্থ্যসেবা চাই, দুর্নীতি মুক্ত পরিবেশ চাই।”
মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে একটি স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথাও জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.