মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
ফিলিস্তিন হিন্দুস্তান বার্মা সহ সারা পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবীতে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের ব্যানারে সুফীবাদী ঘরনার লোকজন তথা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা ২৬ এপ্রিল ২৫ ইং শনিবার ঢাকার প্রেসক্লাবের সামনে বিশাল গণ জমায়েত করেন।
অনেক প্রতিকূলতার মাঝে লক্ষ লক্ষ সুন্নী জনতা এ সমাবেশ যোগদান করেন বলে জানান আয়োজক কমিটি। ২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হওয়ার কথা থাকলে ও ডিএমপি কমিশনার ২৪ এপ্রিল জানান সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ বাতিল করে গোলাপবাগ করার অনুমতি দেন। ২৫ তারিখ রাতে গোলাপবাগ আবার ও বাতিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজন করার অনুমতি দেন।
রাতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেক মানুষ জলপথ, রেলপথ রাজপথ দিয়ে ঢাকা পৌঁছে যায়। কোথায় কোথায় বাস, মাইক্রো বাঁধার সন্মুখীন হয়েছে বলে আয়োজকরা এ তথ্য নিশ্চিত করেন। উত্তর বঙ্গ থেকে গাড়ি আসতে দেয় নি বলে ও তাঁরা ক্ষোভের সহিত জানান।
বাংলাদেশ অনেক দরবারে পীর সাহেব গণ তার অনুসারীদের কে নিয়ে সমাবেশ যোগদান করেন। সমাবেশ টি প্রেসক্লাবের চারদিক হয়ে হাইকোর্ট, মৎস ভবন, দৈনিক বাংলার মোড়, বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়।
সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সমাবেশ হওয়ার নির্দেশনা থাকলেও সকাল ৮ টার মধ্যে এসব এলাকায় মানুষের ভীর দেখা যায়। এগারটার সময় সমাবেশ টি হঠাৎ শেষ হয়ে যায়। আয়োজকরা জানান, অদৃশ্য শক্তির চাপের কারণে সমাবেশ ১১ টার সময় বন্ধ করতে বাধ্য হয়েছি। এ সমাবেশ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ও তার অঙ্গ সংগঠন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠন ছাড়া ও সিরকোটি দরবার, গাউসিয়া কমিটি,এনায়েত পুর দরবার, জৈনপুর দরবার,আটরশি দরবার, মাইজভান্ডারি দরবার, ফান্দাউক দরবার, রাজারবাগ দরবার, আরমবাগ দরবার ছারছিনা দরবার, সোনাকান্দা দরবার, হাজিগগ্জ দরবার, রেজভীয়া দরবার, শাহাপুর দরবার, বরুড়ার অলিতলা দরবার, সিলেটের ফুলতলী দরবার, চাদপুরী দরবার, চট্টগ্রাম আহলা দরবার, আজিজিয়া দরবার শরীফের অসংখ্য ভক্ত মুরিদান সমাবেশ যোগদান করেন।
এ ছাড়া ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও যুব সেনার নেতা কর্মীরা শতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন। সমাবেশে মাওলানা সৈয়দ মছিহুদ্দোলাহ, মুফতি মাওলানা অছিয়ুর রহমান, মাওলানা আবুল কাশেম ফজলুল হক, মাওলানা ডঃ এনায়েত উল্লাহ আব্বাসী জৈনপুরী,পীর আবুল কাশেম নুরী,প্রফেসর জালাল উদ্দিন আজহারী, মাওলানা হাসান আজহারী, মাওলানা রহিম আজহারী,অধ্যক্ষ আখতার হায়দার, মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী,এন,সিপি নেতা হাসান, মাওলানা মাসুদ হোসেন আল কাদেরী, মুফতি মনজুর হোসেন, সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এতো বড় আয়োজন মাইকের আওয়াজ একেবারেই শুনা যায় নি।
মাইকের ত্রুটির কারণে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বক্তারা হ্যান্ডমাইকে বক্তব্য রাখতে দেখা যায়। অবস্হা দৃষ্টিতে দেখে মনে হলো একাধিক সমাবেশ আয়োজন করা হয়েছে আজকে। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে বিশাল গণ জমায়েত টি শেষ হয়। বক্তারা সরকারের কাছে ফিলিস্তিন ও হিন্দুস্তানের বিষয় নানাহ দাবী তুলে ধরেন এবং ঈসারাইল এর পণ্য বয়কটের ঘোষণা দেন। আগামীতে ঐক্য বদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে ঢাকায় বিভিন্ন ইসুৎতে সমাবেশ করবেন বলে নেতারা জানান। যদি এ সমাবেশটির পর্দার অন্তরালে কারিগর ছিলেন মাওলানা পীর বাহাদুর শাহ মোজাদ্দেদী, মাওলানা এম এ মতিন, স,ও ম আবদুস সামাদ, মাওলানা জয়নাল আবেদীন জুবাইর, মাওলানা পীর গিয়াসউদ্দিন তাহেরী, খাজা আরিফুর রহমান সহ অনেকে। আর এ সমাবেশের মুল উদ্যেক্তা তারাই প্রথম ছিলেন। যদি ও তারা ২৪ এপ্রিল সমাবেশের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত ঘোষণা দিয়ে সারাদেশ ব্যাপি বিক্ষোভ সমাবেশর ডাক দিয়ে ছিলেন। পুনরায় ২৫ তারিখে পুনরায় তাদের সোস্যাল মিডিয়ার আইডি থেকে সমাবেশে যোগদান করতে আহবান ও জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.