সেন্টু রঞ্জন চক্রবর্তী
তোমরা যেটিকে আধুনিকতা বলো
আমি তাকে বর্বরতার আদিম রূপের বিন্যাস বলি,
কেনো না-
এই এক শব্দের জন্য তোমরা আমার মায়ের আঁচল কেড়ে নিয়েছো,
মায়ের মমত্ব থেকে আমাকে দূরে ঠেলে দিয়ে
আধুনিকতার নামে তোমরা নির্লজ্জ নগ্নতাকে বেহায়াপনার মোড়কে আমদানি করে
আমাদের নির্মল সংস্কৃতিকে বিলুপ্ত করেছো।
তোমাদের কাছে আধুনিকতার মানে কী?
আমাদের গৌরবময় সোনালী অতীতকে বেমালুম ভুলে যাওয়া?
নাকি, আমাদের সকল বিশ্বাসের প্রাচীর ভেঙে চৌচির করে দিয়ে ভঙ্গুর গাঁথুনিকে নানা রঙে রাঙিয়ে দেওয়া?
তোমরা অনেকে আবার আধুনিকতাকে ছাড়িয়ে বিজ্ঞানের কথা বলো
নিষ্ঠুর মারণাস্ত্র ও সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কৌশল আবিষ্কার করে সাফল্য উদযাপন করো,
মানুষের বুকে বেয়নেট লাগিয়ে প্রাণ কেড়ে নিতে দ্বিধা করো না,
এরই নাম কি আধুনিকতা?
এরই নাম কি সভ্যতা ও বিজ্ঞানের বিকাশ?
তোমরা আধুনিকতার নামে
যান্ত্রিক জীবনকে স্বাগত জানালে,
বললে-
পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে,
অথচ
মানুষ আর পশুদের মধ্যে চরিত্রের দূরত্ব কমেছে
বুলেট বোমায় বেঘোরে মানুষের প্রাণ যাচ্ছে
সর্বত্র অমানবিকতা আকাশচুম্বি মহীরুহ হয়ে উঠেছে,
এই কি আধুনিকতা?
আধুনিকতার অর্থ আমার কাছে খুব কঠিন মনে হয়
বেলাল্লাপনা আজকে সামাজিক রেওয়াজে পরিণত
আমি এ আধুনিকতা বর্জনের অনুরোধ করছি।
(আগরতলা ১১/১২/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.