লাকসাম (কুমিল্লা)প্রতিনিধি : আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক কিশোর নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ীর ও খিলা আজিজ উল্যা হাই স্কুলের দপ্তরী'র বাচ্চু মিয়ার ভাতিজা এবং পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।
খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সবার সাথে বাজারে আর্জেন্টিনা- ফ্রান্স বিশ্ব কাপ ফুটবল খেলা দেখছিলেন শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বেড় করে আর্জেন্টিনার সমর্থনকারীরা। ওই বিজয়ের মিছিলে শাওন ছিলেন। রাত ১২টা ৩০ মিনিটের সময় তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে জয়ের মিছিল করে খিলা বাজারের দিকে আসছিলেন। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় শাওনকে।
এতে সড়কে ছিটকে পড়ে ঘটনার স্থলে শাওনের মৃত্যু হয়। দূর্ঘটনায়
মারাত্মক আহত হন অন্তর নামে মোটরসাইকেল এক আহোরী।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয় লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়েছি, ঘটনাস্থল গিয়ে সঠিক তথ্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.