চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ৬ থেকে ৭ জুলাই প্রধানমন্ত্রী লি ছিয়াং রিও ডি জেনিরোতে ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।
প্রধানমন্ত্রী লি ছিয়াং উল্লেখ করেন যে, বর্তমানে বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং বহুপাক্ষিক ব্যবস্থার কর্তৃত্ব ও কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত যৌথ পরামর্শ, যৌথ নির্মাণ এবং যৌথ শেয়ারিং-এর বৈশ্বিক শাসন ধারণাটি তার সমসাময়িক মূল্য এবং ব্যবহারিক তাৎপর্য আরও ভালোভাবে প্রদর্শন করেছে। সকল পক্ষের উচিত সমান সম্মানের মনোভাব নিয়ে আরও ভালোভাবে যৌথ পরামর্শ করা, সংহতি ও সহযোগিতার মাধ্যমে যৌথ নির্মাণকে এগিয়ে নেওয়া এবং পারস্পরিক অর্জনের মানসিকতা নিয়ে অর্জিত ফল ভাগ করে নেওয়া। "গ্লোবাল সাউথ"-এর "প্রথম স্তর" হিসেবে, ব্রিকস দেশগুলোর উচিত স্বাধীনতা মেনে চলা এবং বিশ্বব্যাপী শাসন ব্যবস্থা সংস্কারে অগ্রণী শক্তি হয়ে ওঠার চেষ্টা করা। তাদের বহুপাক্ষিকতা বজায় রাখতে ও অনুশীলন করতে হবে, একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং আন্তর্জাতিক আর্থিক সহযোগিতার স্তর বৃদ্ধি করতে হবে।
সম্মেলনে ‘রিও ডি জেনেইরো ঘোষণাপত্র’ গৃহীত হয়। সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসন সম্পর্কিত একটি বিবৃতি এবং জলবায়ু অর্থায়ন কাঠামো সম্পর্কিত একটি ঘোষণাপত্রও গৃহীত হয়েছে।
সূত্র: জিনিয়া-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.